ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৪৮ কেজি গাঁজাসহ আটক তিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
৪৮ কেজি গাঁজাসহ আটক তিন

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৪৮ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি চক্রের হোতা মো. নাসির (৩২) ও তার প্রধান দুই সহযোগী আজিজুল (৩২) ও সাগর আলীকে (১৯) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

শনিবার (২২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও মাদক বহনকারী একটি ট্রাকসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ট্রাকে করে গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।