ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নতুন জঙ্গি সংগঠনের আমীর মাহমুদ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
নতুন জঙ্গি সংগঠনের আমীর মাহমুদ আটক

ঢাকা: নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমীর মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২৪ জুলাই) ভোরে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্বীয়া’র আমীর মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে রোববার (২৩ জুলাই) দিনগত রাতে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় অভিযান শুরু করে র‌্যাব। জঙ্গিরা সেখানে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।