ময়মনসিংহ: ময়মনসিংহে নির্মাণাধীন একটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ জুলাই) দুপুরে নগরের নওমহল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) কর্তৃপক্ষ।
মসিকের সচিব ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্মাণাধীন একটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এজন্য ভ্রাম্যমাণ আদালতে মামলা দিয়ে ভবন মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযান শেষে নগরের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সেই সঙ্গে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মাইকিংসহ মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু করা হয়েছে।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসআই