ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার 

ঢাকা: চাঁদপুর জেলার কচুয়া থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  

সোমবার (৭ আগস্ট) গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহাগ প্রকাশ লাল মিয়া (২৭) ও মো. রাকিব (২১)।  

দুপুরে র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে চাঁদপুর জেলার কচুয়া থানায় গত ২৫ জুলাই একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তারা দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।