ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ডোবায় জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৩
ডোবায় জমে থাকা পানিতে পড়ে শিশুর মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে বৃষ্টির পানি জমে থাকা ডোবায় পড়ে রায়হান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের রাজারচর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রায়হান ওই এলাকার ফেরদৌস মাতুব্বরের ছেলে।

জানা গেছে, রায়হান দুপুরে পরিবারের স্বজনদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের একটি ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খেলতে গিয়ে রায়হান নামের একটি শিশু ডোবার পানিতে পড়ে মৃত্যুর খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।