ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রেললাইনের পাশে পড়েছিল মাদরাসাছাত্রের মরদেহ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
রেললাইনের পাশে পড়েছিল মাদরাসাছাত্রের মরদেহ  

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর ঘণ্টি এলাকায় থেকে মো. ওমর (১০) নামের এক মাদরাসাছাত্রের মরদেহ  উদ্ধার করেছে পুলিশ।  

এ ঘটনায় আলআমিন নামের এক সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের ঘণ্টি শাহী মসজিদ রেললাইন সংলগ্ন এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত ওমর স্থানীয় বাসিন্দা মো. মিলনের ছেলে বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এনিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।  

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা থেকে মো. ওমর নিখোঁজ ছিল। এ ঘটনায় রাত ১১টার দিকে এলাকায় মাইকিং করা হয়। এতেও তার কোনো খোঁজ মেলেনি। তবে সকালে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।