ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘অজ্ঞান পার্টি’র খপ্পরে প্রাণ গেল শিক্ষা অফিসের কর্মচারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
‘অজ্ঞান পার্টি’র খপ্পরে প্রাণ গেল শিক্ষা অফিসের কর্মচারীর প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুর থেকে কর্মস্থলে আসার পথে লোকাল বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েন ফরিদপুরের বোয়ালমারী প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উচ্চমান সহকারী মো.জাহিদুর রহমান তালুকদার। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন তিনি।


 
জেলার নগরকান্দা উপজেলার চরযোশরদি ইউনিয়নের দহিসারা গ্রামের হাজী আব্দুর রউফ তালুকদারের ছেলে জাহিদুর রহমান।  

রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার আবু আহাদ মিয়া।  

শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পদোন্নতি পেয়ে ২০১৩ সালে বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগদান করেন মো.জাহিদুর রহমান তালুকদার। স্ত্রী ও স্বর্ণা, অর্না নামে দুইটি মেয়ে নিয়ে ফরিদপুর শহরের ভাড়া বাড়িতে বসবাস করতেন।  

প্রতিদিনের ন্যায় রোববার (২০ আগস্ট) সকালে ফরিদপুর থেকে লোকাল বাসে বোয়ালমারী কর্মস্থলে আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে যান। বেলা সাড়ে ১০টার দিকে তাকে সহস্রাইল বাজারে বাস থেকে বাসের যাত্রী ও বাসের হেলপাররা নামিয়ে দেন। এসময় সহস্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় সেন এবং চাপখন্ড সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন দেখে শিক্ষা অফিসে ফোন করেন। তাকে স্থানীয়দের সহায়তায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিকাল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহামুদ হোসেন বলেন, শিক্ষা অফিসের এক কর্মচারীকে অজ্ঞান অবস্থায় লোকজন নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে বিষয়টি জানতে পেরেছি।  

বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু আহাদ মিয়া বলেন, সকাল সাড়ে ১০টায় খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল থেকে জাহিদুর রহমানকে শিক্ষকদের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জাহিদুর রহমান মারা যান। তার মৃত্যুতে আমরা শোকাহত।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২০,২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।