ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সংগ্রহীত ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর এলাকায় সিনিথিয়া আক্তার (১৮ মাস) ও সকালে সদর উপজেলার মিরিকপুর এলাকায় রবিউল ইসলাম (৩) নামে দুই শিশু পানিতে ডুবে মারা যায়।

 

শিশু সিনথিয়া লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মো. মঞ্জুর মেয়ে। অপর শিশু রবিউল সদর উপজলার বাঙ্গাখাঁ ইউনিয়নের মিরিকপুর গ্রামের রাকিবুল হাসানের ছেলে।  

পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিনথিয়া বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। রবিউল খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। সিনথিয়ার বিষয়ে পরিবারের লোকজন বিস্তারিত জানায়নি।  

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. এম এ সালাম সৌরভ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুকেই আমরা মৃত অবস্থায় পেয়েছি। পরে স্বজনরা শিশুদের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।