ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে বেড়েছে ‘স্মার্ট ছাগল চোর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
সৈয়দপুরে বেড়েছে ‘স্মার্ট ছাগল চোর’

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের পল্লিতে স্মার্ট ছাগল চোরের উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ নিয়ে কৃষকরা তাদের পালিত ছাগল নিয়ে সব সময় চিন্তায় থাকছেন।

গত এক সপ্তাহে উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে অভিনব কায়দায় আটটি ছাগল চুরির ঘটনা ঘটেছে।

উপজেলার কামারপুকুর ইউনিয়নের কোরাণীপাড়ার আমিনুল ইসলাম নামে কৃষক জানান, তার খাসিটি প্রায়ই ছেড়ে দেওয়া থাকে। কয়েকদিন আগে মোটরসাইকেলে দুইজন প্যান্ট শার্ট পরিহিত লোক খাসিটি তুলে নিয়ে চলে যান। ওই খাসিটির বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। অনেক খোঁজাখুজি করেও আর খাসিটি পাইনি।

তিনি বলেন, এসব স্মার্ট চোর এমনভাবে ছাগল চুরি করেন যা কারো বোঝার উপায় থাকে না। কিন্তু তারা আসলে ছাগল চোর।

সৈয়দপুর পৌরসভার দক্ষিণ নিয়ামতপুর গ্রামের বাসিন্দা সাবের আলী জানান, পাকা সড়কের পাশে ৮-৯ হাজার টাকা দামের একটি ছাগল ছেড়ে চরানো হচ্ছিল। হঠাৎ দুইজন মোটরসাইকেল আরোহী বাইক দাঁড় করিয়ে ছাগলটি তুলে নিয়ে যান। পরে অনেক চেষ্টা করেও সেই ছাগল আর পাওয়া যায়নি।

উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বোতলাগাড়ি ও বাঙালিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এভাবে ছাগল চুরির ঘটনা বেড়েই চলেছে। ফলে চিন্তায় পড়েছেন নিম্ন আয়ের ছাগল পালনকারী মানুষরা।

অনেকে জানান, এনজিও থেকে কিস্তি নিয়ে ছাগল কেনেন তারা। কিন্তু সেই ছাগল আর ছেড়ে রেখে চরানোর সাহস হচ্ছে না তাদের।

উপজেলার বাঙালিপুর ইউনিয়নের চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার জানান, এ ধরনের ছাগল চুরির ঘটনায় কয়েকটি অভিযোগ মিলেছে। চোরেরা বাবু সেজে এসব ছাগল চুরি করছেন। তারা মূলত মাদকসেবী। চুরির পরে বিভিন্ন অনুষ্ঠানে ছাগল সরবরাহ ও কসাইদের কাছে বিক্রি দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।