ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুরের বাজারে বিক্রি হচ্ছিল জেলিযুক্ত চিংড়ি, হাজার কেজি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
চাঁদপুরের বাজারে বিক্রি হচ্ছিল জেলিযুক্ত চিংড়ি, হাজার কেজি জব্দ

চাঁদপুর: চাঁদপুর শহরের বিপণীবাগ বাজারে ক্রেতাদের কাছে বিক্রির সময় সময় জেলিযুক্ত এক হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই বাজারে যৌথ অভিযান চালিয়ে চিংড়িগুলো জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ।

রাত ১১টায় অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, রাতে চাঁদপুর সদর জ্যেষ্ঠ উপজেলা মৎস্য দপ্তর এবং কোস্টগার্ড যৌথভাবে শহরের বিপণীবাগ মাছ বাজারে অভিযান চালায়। এসময় জেলি পুশ করা হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়।

পরে এসব চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় নিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর অফিসের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চিফ পেটি অফিসার এম. শফিকুল ইসলামসহ কোস্টগার্ড টহল সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।