ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে লেবার সর্দারের ঘর থেকে ১৮ ককটেল জব্দ 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২৩
বেনাপোলে লেবার সর্দারের ঘর থেকে ১৮ ককটেল জব্দ 

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে কর্মরত বাদল (৪০) নামে এক লেবার সর্দারের ঘর থেকে ১৮টি ককটেল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। তবে এ সময় লেবার সর্দারকে আটক করা সম্ভব হয়নি।

 

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল বন্দর এলাকার গাজীপুর গ্রাম থেকে ককটেলগুলো জব্দ করা হয়।  

অভিযুক্ত বাদল বেনাপোল বন্দরের ৮৯১ শ্রমিক ইউনিয়নের সর্দার।  

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব জানান, বেনাপোল বন্দর এলাকায় শ্রমিক ইউনিয়নের পেছনে বাদল নামে এক লেবার সর্দারের বাড়িতে ককটেল রাখা আছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এ সময় ঘরের খাটের নিচে পুঁতে রাখা ১৮টি ককটেল জব্দ করা হয়। তবে এ সময় লেবার সর্দার বাদলকে তার বাড়িতে পাওয়া যায়নি। এছাড়া অভিযুক্ত বাদল সর্দারকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।