ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নে এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক সয়ন তাঁতীকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল থানা থেকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা যৌন নিপীড়নের অভিযোগে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে  মামলা করেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাটি নিশ্চিত করে বলেন, যৌন নিপীড়নের মামলায় অভিযুক্ত শিক্ষক শয়ন তাঁতীকে সোমবার  (৪ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট সকালে স্কুলে শ্রেণি কার্যক্রম শুরুর আগে বিদ্যালয় প্রাঙ্গণে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে টানাহেঁচড়া ও যৌননিপীড়ন করেন শিক্ষক সয়ন তাঁতী। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে পরিবারের পক্ষ থেকে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটিকে অবগত করে ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেন অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
বিবিবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।