ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে নদী থেকে পরিত্যক্ত অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
পঞ্চগড়ে নদী থেকে পরিত্যক্ত অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অস্ত্রসহ ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৭ নম্বর সাব পিলার এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা নদী থেকে পাওয়া যায়।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের গোয়ালগছ ক্যাম্পের সদস্যরা পরিত্যাক্ত পুরাতন এই অস্ত্রটি উদ্ধার করে। পরে অস্ত্রটি গুলিসহ গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায় বিজিবির টহল দলের সদস্যরা।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে পাথর উত্তোলন করছিলেন একদল শ্রমিক। এসময় শ্রমিকদের জালে পুরাতন অস্ত্রটি উঠে আসে। পরে বিজিবির টহল দলের সদস্যদের খবর দিলে তারা এসে অস্ত্রটি উদ্ধার করে স্থানীয় গোয়ালগছ ক্যাম্পে নিয়ে যায়।

অস্ত্রসহ গুলি উদ্ধারের বিষয়টি রাতে নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।  

তিনি বাংলানিউজকে বলেন, অস্ত্রটি লোহার অংশে অধিক পরিমাণে মরিচাযুক্ত হওয়ার কারনে অস্ত্রের গায়ে কোন লেখা বুঝা যাচ্ছে না। কোন সময়কার অস্ত্রটি বলা মুশকিল। আমরা অস্ত্রটি ১০ রাউন্ড গুলি সহ উদ্ধার করেছি। গুলিগুলোও পরিত্যক্ত হয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।