ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘাটাইলে ‘ইঁদুর মারা’ বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
ঘাটাইলে ‘ইঁদুর মারা’ বিষ খেয়ে ভাই-বোনের মৃত্যু প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ঘরে থাকা ইঁদুর মারার বিষ খেয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই গ্রামের মো. শাহআলম মিয়ার ছেলে মো. তাওহীদ মিয়া (৪) ও মেয়ে তানজিলা আক্তার (২)।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল রায়হান বলেন, বিকেলে পারিবারিক কাজে শাহআলমের স্ত্রী ব্যস্ত ছিলেন। এ সময় তাওহীদ ও তানজিলা ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রথমে তাদের  পেঁচার আটা বাজারে নেয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।