ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ডেমরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
ডেমরায় মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য আটক

ঢাকা: রাজধানীতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

আটকরা হলেন মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. রবিউল ইসলাম(২৯), অন্যতম সহযোগী মো. শান্ত (১৯) ও মো. নয়ন (১৬)।

 

মঙ্গলবার (১২ সেপ্টেমবর) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার(মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল। এসময় আটকৃতদের কাছ থেকে ২ টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করে।  

এই চক্রটি দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকরা মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। এরা ছাড়াও রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে।  

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান র‍্যাব-৩ এর এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৬২৪ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।