ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেশি দামে আলু-পেঁয়াজ বিক্রি, দিনাজপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
বেশি দামে আলু-পেঁয়াজ বিক্রি, দিনাজপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

দিনাজপুর: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দিনাজপুরে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা শহরের বাহাদুর বাজার মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।  

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- পলাশ আড়ত, মেসার্স জাকির ট্রেডার্স, সাগর স্টোর ও গাজী স্টোর।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় পলাশ আড়তের মালিককে চার হাজার, বেশি দামে আলু বিক্রি করায় মেসার্স জাকির ট্রেডার্সের মালিককে এক হাজার, মূল্য তালিকা না থাকায় সোহাগ স্টোরের মালিককে দুই হাজার ও গাজী স্টোরের মালিককে দুই হাজারসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।  

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাজার নিয়ন্ত্রণ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।