ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বেশি দামে আলু বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
খুলনায় বেশি দামে আলু বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা: খুলনায় বেশি দামে আলু বিক্রি কারার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে আলুর দাম বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে এ অভিযান চালানো হয়।

খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা মহানগরীর স্টেশন রোড, কদমতলা বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।  

জানা যায়, অভিযানের খবর পেয়ে অধিকাংশ ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে পালিয়ে যান। এ সময় তকদির ভাণ্ডার আলুর আড়তকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা করেন। এর আগে খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণপাড়ায় ইয়াদুল বেকারিতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মাদ সেলিম, সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২৩
এমআরএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।