ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে প্রবাসীদের ফুলেল শুভেচ্ছা

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে যাওয়ার পথে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যাত্রা বিরতি করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যাত্রা বিরতিকালে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনীম ড. মোমেনকে স্বাগত জানান।

এছাড়া লন্ডনে প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিরা, লন্ডন আওয়ামী লীগ ও যুব লীগের নেতারা পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ফুল দিয়ে স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন। এ সময় সিলেটের নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।