ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশু দুইজন হলো, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যারপাড়ার বাসিন্দা মোহাম্মদ আবছারের ছেলে আব্দুল মোকাররম (৭) এবং একই ইউনিয়নের জুলেখা বিবিরপাড়ার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে জান্নাতুল বকেয়া (৪)।



সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ও বিকেলে কুতুবদিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

ইউপি ওই চেয়ারম্যান জানান, সোমবার দুপুরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়ায় আব্দুল মোকাররমসহ স্থানীয় কয়েক শিশু বসতভিটায় খেলাধুলা করছিল। একপর্যায়ে বাবা-মায়ের অগোচরে বসতভিটা লাগোয়া পুকুরে পড়ে যায়। এসময় অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও ততক্ষণে পানিতে ডুবে শিশুটি মারা যায়। পরে আব্দুল মোকাররমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়া বিকেল ৩টার দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেখা বিবিরপাড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল বকেয়া নামের আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান।

মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।