ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্যাংকক দূতাবাস পরিদর্শনে ডিফেন্স কলেজ প্রতিনিধি দল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
ব্যাংকক দূতাবাস পরিদর্শনে ডিফেন্স কলেজ প্রতিনিধি দল

ঢাকা: বাংলাদেশের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের একটি প্রতিনিধি দল ব্যাংককস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে।

এ সময় তারা থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাইয়ের সঙ্গে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে বিবদমান প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত প্রতিনিধি দলকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানান।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধি দলটি ডিফেন্স সার্ভিস কমান্ড এবং স্টাফ কলেজের ৩৫ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত। এই দলে বিশ্বের নয়টি দেশ থেকে আগত শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন। বাংলাদেশ দূতাবাস ব্যাংককের সমন্বয়সাধনে থাইল্যান্ড সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। থাইল্যান্ড সফরকালে এ প্রতিনিধি দল দেশটির কমান্ড ও জেনারেল স্টাফ কলেজ, থাইল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা শিক্ষা ইনস্টিটিউট, প্রতিরক্ষা প্রযুক্তি ইনস্টিটিউট, রয়েল থাই আর্মি মিউজিয়ামসহ প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবে।

থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই প্রতিনিধি দলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ থাইল্যান্ডকে দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম দেশ হিসেবে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তাই প্রতিরক্ষা ক্ষেত্রেও দ্বিপাক্ষিক সম্পর্ক বিরাজমান। নিয়মিতভাবে বিভিন্ন প্রতিরক্ষা প্রশিক্ষণে থাইল্যান্ড বাংলাদেশকে আমন্ত্রণ জানায় এবং বাংলাদেশের সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা এ ধরনের প্রশিক্ষণে অংশ নিয়ে থাকে। বাংলাদেশ ও থাইল্যান্ডকে বিভিন্ন প্রশিক্ষণে আমন্ত্রণ জানায়। তিনি ১০টি দেশের প্রশিক্ষণার্থী সম্বলিত এ প্রশিক্ষণ দলের থাইল্যান্ড সফরের সাফল্য কামনা করেন।

বাংলাদেশ দূতাবাসের এই আয়োজনের জন্য ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের প্রতিনিধি দলের পক্ষ থেকে কর্নেল মো. কামরুল হাসান রাষ্ট্রদূত ও সংশ্লিষ্ট দূতাবাসের সব কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন, প্রশিক্ষণার্থীদের থাইল্যান্ডের বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনা পরিদর্শন তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং তা শুধুমাত্র বাংলাদেশের নয়, সহপ্রশিক্ষণার্থী নয়টি দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিরক্ষা দলের সদস্যদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ব্যাংককের মিনিস্টার (কনস্যুলার) হাসনাত আহমেদ এবং দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. মাসূমুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।