ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় পিকআপ চাপা দিল ভ্যানকে, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
ট্রাকের ধাক্কায় পিকআপ চাপা দিল ভ্যানকে, নিহত ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিমেন্ট মিক্সচার ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারানো পিকআপভ্যান গিয়ে ধাক্কা দেয় ব্যাটারিচালিত অটোভ্যানকে। এ ঘটনায় বাদশা আলম (৪০) নামে ভ্যানচালক নিহত ও আরও দুই যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের শাহানগাছা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাদশা বগুড়া জেলার ধুনট উপজেলার গোবিন্দপুর গ্রামের আছের মণ্ডলের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হোসাইন আলী জানান, সকালে সিরাজগঞ্জ-কাজিপুর-ধনুট মহাসড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের একটি সিমেন্ট মিক্সচার ট্রাক সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পিকআপের পেছনে থাকা যাত্রীবাহী অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালকের মৃত্যু হয়। এতে আহত হন আরও দুই যাত্রী।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১ ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।