ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
উত্তরায় ইয়াবাসহ আটক ৩

ঢাকা: রাজধানীর উত্তরা থেকে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন- মো. আসিফ, মো. ফারুক ও মো. আবুল কাশেম।

অভিযানে তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, সোমবার গভীর রাত উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি জানান, কয়েকজন ব্যক্তি উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।