ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে অটোরিকশা দুর্ঘটনায় চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
কালীগঞ্জে অটোরিকশা দুর্ঘটনায় চালকের মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক বলরাম বর্মনের (৫৫) মৃত্যু হয়েছে।  

রোববার (৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের শিয়ালখোয়া হলমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত বলরাম বর্মন জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের চন্দরপাট বাবুপাড়া গ্রামের বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাড়ায় রিকশা চালিয়ে সংসার চালান বলরাম বর্মণ। প্রতিদিনের মতো রোববার অটোরিকশা নিয়ে বেড়িয়ে স্থানীয় শিয়ালখোয়া হলমোড়ে আসছিলেন তিনি। পথে অটোরিকশাটি সামনে দিয়ে হঠাৎ একটি কুকুর দৌড়ে দেয়। এ সময় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে যায়। এতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই চালক বলরাম বর্মনের মৃত্যু হয়।  

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।