ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত এক, রেল যোগাযোগ বন্ধ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত এক, রেল যোগাযোগ বন্ধ  

ময়মনসিংহ: ময়মনসিংহে মালবাহী ট্রাকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও চারজন।

এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি বাইপাস রেলক্রসিং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালবাহী একটি ট্রাকের সাথে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উদ্ধার কাজ চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।