ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
গোয়ালন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুরু মোল্লা (৭০) ও তার ভাতিজা মো. শামিম মোল্লার (২৮) মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দৌলতদিয়া ইউনিয়নের নুরু মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরু মোল্লা ওই এলাকার বাসিন্দা ও তার ভাতিজা মো. শামিম মোল্লা একই গ্রামের মো. আনোয়ার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, নুরু মণ্ডলের পাড়ায় মাটি খনন কাজে ব্যবহৃত ভেকু (এক্সকেভেটর) দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরের পানিতে পড়ে। এতে ওই পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। বুধবার দুপুরে বাড়ির পাশের ওই পুকুরে গোসল করতে নামেন নুরু মোল্লা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাতিজা শামীম মোল্লা। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. শরীফুর ইসলাম জানান, ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার পথেই অপরজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।