ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আগুনে অসুস্থ একজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
আগুনে অসুস্থ একজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে

ঢাকা: রাজধানীর মহাখালী খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ মেহেদী হাসান (২৭) নামে একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তিনি ‘রেস অনলাইন’ নামে একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে তাকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

মেহেদীর বাবা সৈয়দ আক্তার সিরাজী জানান, খাজা ভবনটির ৯, ১০ ও ১১তম তলায় অবস্থিত রেস অনলাইন। তবে আগুন লাগার আগ মুহূর্তে মেহেদী ৯ম তলায় ছিল। আগুন লাগার পর সেখান থেকে সিঁড়ি দিয়ে ১৪তলায় উঠলে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা সেখান থেকে তাকে উদ্ধার করে। তবে আটকে থাকায় ধোঁয়ায় তার শ্বাসকষ্ট হচ্ছিল। সেজন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের কোথাও দগ্ধ হয়নি।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, মেহেদীকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তার শ্বাসকষ্ট হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।