ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশীয় অস্ত্র হাতে টিএসসিতে ছাত্রলীগের অবস্থান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
দেশীয় অস্ত্র হাতে টিএসসিতে ছাত্রলীগের অবস্থান

ঢাকা: আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে রড, হকিস্টিক, স্টিলের পাইপ, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থান নিয়েছে ছাত্রলীগ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টায় ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে টিএসসিতে তাদের অবস্থান নিতে দেখা যায়।

ছাত্রলীগের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, সার্জেন্ট জহুরুল হক হল, কবি জসীম উদ্দীন হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, মাস্টারদা সূর্যসেন হল শাখার অধিকাংশ নেতাকর্মীরা দেশিয় অস্ত্র হাতে টহল দিচ্ছেন। রড, হকিস্টিক, গাছের ঢাল, স্ট্যাম্প, বাঁশ, স্টিলের পাইপসহ একাধিক দেশিয় অস্ত্র হাতে নিয়েই তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

ছাত্রলীগের হল শাখার একাধিক নেতা জানান, সমাবেশের যাওয়ার আগে টিএসসিতে সবগুলো হলের নেতাকর্মীরা একত্র হয়েছেন।

সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কিছুক্ষণ পরপরই টিএসসি এলাকায় সংক্ষিপ্ত মিছিল করছেন হল শাখার নেতাকর্মীরা। এ সময় তারা ‘বিএনপির দালালেরা, হুশিয়ার সাবধান’, ‘ধরি ধরি ধরি না, একবার ধরলে ছাড়ি না’ স্লোগান দেন।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চল থেকে আগত কর্মী-সমর্থকদের হাতেও বাঁশ, লাঠি, স্টিলের পাইপসহ দেশীয় অস্ত্র দেখা যায়। অনেকেই হকিস্টিক ও লাঠির মাথায় জাতীয় পতাকা ও আওয়ামী লীগের দলীয় পতাকা লাগিয়ে মিছিলে অংশ নেন। অস্ত্র নিয়ে মিছিল করতে করতে তারা সমাবেশের উদ্দেশে যাত্রা করেন।

লাঠি-হকিস্টিকসহ দেশিয় অস্ত্র থাকার বিষয়টি অস্বীকার করেন ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তিনি বলেন, আমাদের হাতে জাতীয় পতাকা থাকবে। জাতীয় পতাকার জন্য নেওয়া বস্তুকে আপনি (সাংবাদিক) লাঠি হিসেবে দেখেছেন। আমাদের নেতাকর্মীরা ক্যাম্পাসেও অবস্থান করবে, সমাবেশেও যাবে। কোনো ধরনের লাঠিসোঁটা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।