ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরতাল প্রতিহত করতে এসে যুবলীগের দুই গ্রুপের হাতাহাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
হরতাল প্রতিহত করতে এসে যুবলীগের দুই গ্রুপের হাতাহাতি

কুমিল্লা: হরতাল প্রতিহত করতে এসে কুমিল্লায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ছয়জন।

 

আহতদের মধ্যে মাসুম ও ড্যানি নামের যুবলীগকর্মী রয়েছেন বলে জানা গেছে। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় নগরীর চকবাজার ফয়সাল হাসপাতালের সামনে এ সংঘর্ষ ঘটে।  

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল প্রতিহত করতে এসে যুবলীগের দুই গ্রুপ প্রথমে হাতাহাতিতে জড়ায়। এ সময় রামদা, লাঠি, বেসবলের স্টিক নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সংঘর্ষে দুই গ্রুপের ছয়জন আহত হন।  

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ