ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে যুবলীগ নেতার ওপর হামলার ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
নোয়াখালীতে যুবলীগ নেতার ওপর হামলার ভিডিও ভাইরাল

নোয়াখালী: জেলার কবিরহাট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুমের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালামুন্সি বাজারের তার নিজ দোকানে এ হামলার ঘটনা ঘটে।

 

হামলার শিকার মাসুম উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর আবিরের অনুসারী।  

ভুক্তভোগী যুবলীগ নেতা মাসুম অভিযোগ করেন, কবিরহাট উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের কোন্দলের জের ধরে কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের নির্দেশে তার অনুসারীরা এ হামলা চালায়।

তবে অভিযোগ নাকচ করে দিয়েছেন কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।  

বৃহস্পতিবার স্থানীয় যুবলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।  

পরে পৌর এলাকার বাইরে সমাবেশ করে উপজেলা যুবলীগ। তবে পৌর যুবলীগের সমাবেশ স্থগিত করলেও তাদের হামলায় উপজেলা যুবলীগের ৪ নেতাকর্মী আহত হয়।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।