ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা: রাজধানীর গুলিস্তানে বিকল্প অটোসার্ভিস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট আগুন নির্বাপনের কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ২টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে দুইটা ইউনিট পাঠানো হয়েছে আগুন নির্বাপনে কাজ করছে। কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।