ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তাঁতীবাজারে বাসে আগুন দিল দুর্বৃত্তরা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
তাঁতীবাজারে বাসে আগুন দিল দুর্বৃত্তরা 

ঢাকা: রাজধানীর তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ওই বাসে আগুনের ঘটনা ঘটে।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, বুধবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাতীবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের ২ ইউনিট ৭টা ৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা৷ 

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।