ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে পুলিশ ফাঁড়ির পাশে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
বনানীতে পুলিশ ফাঁড়ির পাশে বাসে আগুন

ঢাকা: রাজধানীর বনানীতে পুলিশ ফাঁড়ির পাশে একটি মিনিবাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে ফায়ার সার্ভিস বলছে ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়।

বুধবার (৮ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টা ৮ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুটি ইউনিট যায়। তবে ফায়ার সার্ভিসের লোকজন সেখানে যাওয়ার আগে আগুন নিভে যায়।

এদিকে বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বনানী পুলিশ ফাঁড়ির পাশে একটি পরিত্যক্ত মিনিবাস আগুন লেগেছিল ছিল সেটা নিভে গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মিনিবাসে আগুন দিয়ে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।