ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় দুই শতাধিক দুস্থ নারী পেলেন সেলাই মেশিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
গাইবান্ধায় দুই শতাধিক দুস্থ নারী পেলেন সেলাই মেশিন

গাইবান্ধা: গাইবান্ধায় দুই শতাধিক দুস্থ নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মো. মাসরুর মওলা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাপার সদস্য সচিব গাইবান্ধা-২ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. সরওয়ার হোসেন শাহীন।

জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও উপদেষ্টা মো. মাসরুর মওলার অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

মাসরুর মওলা বলেন, এই সেলাই মেশিনের মাধ্যমে নারীরা যদি সামান্য উপকৃত হন, তবেই আমার এই প্রচেষ্টা সার্থক।

এ সময় উপস্থিত ছিলেন- পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা জাপা সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী রোমান, জেলা শ্রমিক পার্টির সভাপতি রেজাউন্নবী রাজু ও জাতীয় পার্টির সদর উপজেলার আহ্বায়ক নুরুল ইসলাম নাদুয়া।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।