ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ: মোটরসাইকেলযোগে স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় জসিম মোল্লা (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী আফসানা বেগম (২২) ও মেয়ে রিয়া মনি (৪) আহত হয়েছেন।

সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটানা ঘটে।

জসিম মোল্লা সদর উপজেলার ঘোষগাতী গ্রামের বাসিন্দা। তিনি মুরগি খামারের ব্যবসা করতেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে করে স্ত্রী ও চার বছর বয়সের মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি একই উপজেলার উলপুরে যাচ্ছিলেন জসিম মোল্লা। পরে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি নামক স্থানে পৌঁছলে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জসিম মোল্লা নিহত হন এবং স্ত্রী আফসানা বেগম ও মেয়ে রিয়া মনি আহত হন। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।