ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ফাইল ফটো

ঢাকা: রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। তবে ওই যুবক ভবঘুরে প্রকৃতির বলে ধারণা পুলিশের।

সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় পল্টন থানা পুলিশ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, রাতে গুলিস্তান জিরো পয়েন্টে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ওই যুবককে আহত অবস্থায পরে থাকতে দেখি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

তিনি আরও বলেন, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে। রাতে জিরো পয়েন্টে কোনো এক যানবাহনের চাপায় মারা যায় সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।