ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক আহসান হাবীব (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আহসান হাবীব বগুড়া শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সাড়ে ৫টার দিকে নন্দীগ্রাম থেকে সিএনজি অটোরিকশা নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলেন চালক হাবীব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় অটোরিকশার চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী জানান, অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।