ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে পিকআপভ্যানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
কুলিয়ারচরে পিকআপভ্যানে আগুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় একটি পিকআপভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জগামী একটি মালবোঝাই পিকআপভ্যান দাঁড় করিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময় গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধের চেষ্টা করেন বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।