ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উৎসবমুখর পরিবেশে চলছে বাজুস চাঁদপুর জেলা শাখার নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
উৎসবমুখর পরিবেশে চলছে বাজুস চাঁদপুর জেলা শাখার নির্বাচন

চাঁদপুর: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চাঁদপুর জেলা শাখার দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন ২০২৩-২৫ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলা এলিট চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে ভোটগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত। ৭৯ জন ভোটার সদস্য পদে ১৮ জনকে নির্বাচিত করবেন।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার করার জন্য নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রিপনুল হাসান ও নির্বাচন আপিল বোর্ডের প্রধান মাসুদুর রহমান দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।