ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ভৈরব- ময়মনসিংহ রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

 

শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।  

কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। এতে করে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।  

এ ঘটনায় ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন দুই ট্রেনের যাত্রীরা। খবর পাঠানো হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করবে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।