ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষেতে দেওয়া ইঁদুর মারার বিদ্যুৎ সংযোগে প্রাণ গেল কৃষকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
ক্ষেতে দেওয়া ইঁদুর মারার বিদ্যুৎ সংযোগে প্রাণ গেল কৃষকের প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় ইরি-বোরোর বীজতলার ক্ষেতে নিজের দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে হালিম সর্দার (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে স্থানীয়রা হালিম সরদারের বীজতলার জমি থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত হালিম সর্দার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের মৃত আব্দুল করিম সরদারের ছেলে।

তার স্বজনরা জানিয়েছেন, হালিম সরদারের নিজের ইরি-বোরোর বীজতলার ক্ষেতে ইঁদুরের উপদ্রব ছিল। এ জন্য মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সেখানে তিনি বিদ্যুৎ সংযোগ দেন। রাতে হালিম সর্দার বীজতলায় পানি দিতে গেলে ওই তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে রাতে বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে সকালে স্থানীয়রা হালিম সরদারের বীজতলার জমি থেকে তার মরদেহ উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরআলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।