ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
যাত্রাবাড়ীতে ১৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি টিম।

গ্রেপ্তাররা হলেন-কবির মোল্লা, মো. ইছাহাক ও সঞ্জয় দাস ওরফে মো. হোসেন (নব মুসলিম)।

এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ইয়াবা ও একটি টয়োটা ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও জানান, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে জিপে করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করতো।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
এমএমআই/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।