ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

পঙ্গু কালামের পাশে পায়রা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
পঙ্গু কালামের পাশে পায়রা  

ফেনী: ছাগলনাইয়া উপজেলার পাঠান নগরের আবুল কালাম আজাদ, মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ৩ বছর আগে পঙ্গুত্ব বরণ করেন।

পা ভেঙে গিয়ে বাঁকা হয়ে যায়।

সেই থেকে আর চলাফেরা করতে পারে না, অভাবের সংসার তার মাঝে এই দুর্ঘটনায় একেবারে  নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। অভাবের সংসারে একটি হুইল চেয়ার কেনার ক্ষমতা ছিলো না।

 অসহায় এ মানুষটির পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পায়রা ইয়ুথ সোসাইটি।

শুক্রবার (০১ ডিসেম্বর) বিকালে সংগঠনের পক্ষ থেকে তাকে একটি নতুন হুইলচেয়ার প্রদান করা হয়।  এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানীত দাতা সদস্য মোহাম্মদ আলাউদ্দিন কোম্পানি, বিশিষ্ট ব্যবসায়ী ও কন্টেন্ট ক্রিয়েটর জনাব সাব্বির আহম্মেদ, ছাগলনাইয়া ব্লাড ডেনেট ক্লাবের সভাপতি জনাব জিয়াউর বাবলু।

আরো উপস্থিত ছিলেন পায়রা ইয়ুথ সোসাইটির সম্মানীত চেয়ানম্যান জনাব ফয়সল ভূঁইয়া, সোসাইটির নির্বাহী পরিচালক আবু সাঈদ মোহাম্মদ সায়েম, পরিচালক অর্থ জিয়াউল হক মিলন, পরিচালক ট্রেনিং ও  কর্মসংস্থান জনাব রাকিবুল হাসান রিকু, পরিচালক দপ্তর কাজী আশরাফ নিপুন, ব্যবসায়ি রিয়াজসহ এলাকার গণ্যমান্য বক্তিবর্গ।

 

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা,ডিসেম্বর ০২,২০২৩

এসএইচডি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।