ঢাকা, রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সাবেক কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
বগুড়ায় সাবেক কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে হত্যা মো. আরিফ

বগুড়া: বগুড়া সদর উপজেলায় মো. আরিফ (২২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আরিফ সদর উপজেলার সুলতানগঞ্জপাড়া এলাকার ও বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ্ জানান, আরিফ নামে এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কয়েকদিন আগে তারা এই এলাকায় বাসা ভাড়া নিয়েছে।  

তিনি জানান, ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনি বলা যাচ্ছে না। অনুসন্ধানে আমাদের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।