ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার ফাইটার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ফায়ার ফাইটার নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল হোসেন (৩১) নামে এক ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার পাকরাইল নামক স্থানে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে৷

জানা গেছে, জুয়েল সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে যাচ্ছিলেন। পথে পাকরাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এসময় আক্কেলপুরগামী আরেকটি মোটরসাইকেল তার মাথার ওপর দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জানান যে তার মৃত্যু হয়েছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে। ঘাতক মোটরসাইকেলচালককে খোঁজা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।