ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৃত মহিষের মাংস বিক্রির অপরাধে বিক্রেতাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
মৃত মহিষের মাংস বিক্রির অপরাধে বিক্রেতাকে জরিমানা

রাঙামাটি: রাঙামাটি শহরে মৃত মহিষের মাংস বিক্রি করার অপরাধে বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ ডিসেম্বর) জেলা শহরের টিএন্টি এলাকায় মৃত মহিষের মাংস বিক্রিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার এ জরিমানা করেন।

 

ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ারদার জানান, রাঙামাটি শহরের টিএনটি এলাকায় মৃত মহিষের মাংস বিক্রি করা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা মিললে মৃত মহিষের মাংস বিক্রির দায়ে বিক্রেতা দীপন চাকমাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

তিনি জানান, চট্টগ্রাম থেকে অসাধু ব্যবসায়ীরা দুইটি মৃত মহিষ কিনে আনেন। প্রথমে তারা খাগড়াছড়িতে বিক্রির জন্য নিয়ে যান। কিন্তু সেখানে বিক্রি করতে না পেরে রাঙামাটিতে নিয়ে আসেন এবং কিছু মাংস বিক্রিও করেন তারা। বাকি দেড়-দুই মণ মাংস জব্দ করে বিনষ্ট করা হয়েছে।  

অভিযানকালে রাঙামাটি পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক ফিরোজ আল মাহমুদ সোহেল এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।