ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগ থেকে শিশু নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
হাজারীবাগ থেকে শিশু নিখোঁজ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে মেহেরুন নেছা মিম (১৪) নামে এক শিশু হারিয়ে গেছে। তার বাবার নাম মিঠু মাতব্বর ও মায়ের নাম লাভলী আক্তার।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) হাজারীবাগ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৭৯৭) করেছেন নিখোঁজের মা।

জিডির বরাতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, মেহেরুন নেছা মিম ১৪ ডিসেম্বর বিকেল তিনটার দিকে হাজারীবাগের চড়কঘাটার নিজেদের বাসা (নং ২/এ) থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসেনি।

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে হাজারীবাগ থানায় জিডি করেছেন নিখোঁজের মা।

মেহেরুন নেছা মিমের সন্ধান পেলে হাজারীবাগ থানার তদন্তকারী অফিসার এসআই মো. এনায়েত হোসাইন পাহাড় (০১৭১৭-০৮৪৬৯৬) অথবা ওসির (০১৩২০-০৩৯৬০৪) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।