ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আড়াই ঘণ্টার চেষ্টায় প্যাকেজিং ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
আড়াই ঘণ্টার চেষ্টায় প্যাকেজিং ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে 

ঢাকা: প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় কেরানীগঞ্জে একটি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট কাজ করে।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।  এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কেরানীগঞ্জে টিনশেডের একটি ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ৯টার দিকে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।  

এখন পর্যন্ত কোনো হতাহতের ও অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।