ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

মুগদায় ম্যানহোলে মিলল মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
মুগদায় ম্যানহোলে মিলল মরদেহ

ঢাকা: রাজধানীর উত্তর মুগদা এলাকার ঢাকনাবিহীন একটি ম্যানহোল থেকে মফিজুর রহমান মানিক (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান।

তিনি জানান, মানিক মানসিক রোগী, কানে কম শোনেন ও চোখেও কম দেখেন। উত্তর মুগদা এলাকায় থাকতেন। তার পরিবার থেকে জানা গেছে, প্রায় প্রতিদিনই মানিক বাসা থেকে একা একা বেরিয়ে যান। সোমবার (১৮ ডিসেম্বর) রাতেও বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। আজ সকালে ৬৮/৫ উত্তর মুগদার ঝিলপাড়ের পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।