ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
চরফ্যাশনে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেল দুর্বৃত্তরা 

ভোলা: ভোলার চরফ্যাশনে হারুন (২০) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।  

বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে পুলিশ হারুনের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

 

নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবদুল মুনাফ পালোয়ানের ছেলে।

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

হারুনের বাবা জানান, গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে হারুন যাত্রী নিয়ে চরফ্যাশন আসে। রাত ১০টার দিকে হারুনের মায়ের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। রাত ১১টার দিকে পুনরায় হারুনের মোবাইলে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পান।  

ওসি জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অটোরিকশা চালক হারুনের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।  
পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি থানায় নিয়ে আসেন। লাশের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।