ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘লাঞ্চ করে এসে দেখি তালা ভেঙে ১০০ ভরি স্বর্ণ লুট’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
‘লাঞ্চ করে এসে দেখি তালা ভেঙে ১০০ ভরি স্বর্ণ লুট’

ফেনী: ফেনীতে দিনদুপুরে লুট হয়েছে স্বর্ণালঙ্কারের দোকানে।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রহিম উল্লাহ সাহেবের বাজারে আলাদিন জুয়েলার্সে এ লুটের ঘটনা ঘটে।

 

দোকান মালিক আলাউদ্দিন দুপুরের খাবার খেয়ে এসে দেখেন তালা ভেঙে দোকানের স্বর্ণ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শত ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে দাবি করেছেন তিনি।

দোকান মালিক আলাউদ্দিন বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার লাঞ্চ করতে বাড়ি যাই। আড়াইটার দিকে দোকানে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পাই। ভেতরে ঢুকে দেখি আমার বাড়ি যাওয়ার সুযোগে দুর্বৃত্তরা আলাদিন জুয়েলার্সের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় ১০০ ভরি স্বর্ণ লুট করে নিয়েছে। তাৎক্ষণিক পুলিশকে অবহিত করি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের হাতে একটি সিসিটিভি ফুটেজ এসেছে। ফুটেজে দুই জন বাইরে পাহারায় থেকে তালা ভেঙে একজন ভেতরে ঢুকে স্বর্ণ চুরির দৃশ্য রয়েছে। অতিদ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

তবে দোকানমালিক এখনো স্বর্ণের সঠিক পরিমাণ জানাতে পারেননি বলে জানান তিনি।

এদিকে খবর পেয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান ঘটনাস্থলে ছুটে যান।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।